এত সুন্দর এত অপরূপ এত নির্মল ,বিশাল তোমার অরূপ রূপ , নবজীবনে নব দূর্গা তুমি — হে নারী ,তোমার স্বরূপ কে চেনো , তুমি জাগো !! হে প্রলয়ঙ্করী ,হে মমতা সুন্দরী ছড়াক বিশ্বে তোমার মধুর অমৃত বাণী ; এসো হে দূর্গা ,এসো হে কালী হে লক্ষ্মীরূপা ,সুষমা মুরতি — হে নারী তুমি জাগো !! জাগো […]
মা
শুধু তোমারি জন্য
কত আশা রয়ে গেলো ঢাকা নিরাশার বালুচরে রয়ে গেলে তুমি রয়ে গেলাম আমি বাঁধা সময়ের বাহুডোরে ।। বদ্ধ মনের আঁধার ঘরে আলোর একটিও কিরণ যখন পায়নি যখন একটিও ভাষা রয়ে গেলে তুমি রয়ে গেলাম আমি আর ব্যর্থতার নিরবতা।। ।। অরুণিমা ।।
আমাদের যে গোঁড়ায়ই গলদ !!
অনেক দিন থেকেই শুনছি মেয়েরা বুঝি ঘরের বাইরে নিরাপদ নয় !! তাই মনে হল কিছু বলি । বাইরে দেখার আগে আমরা যদি একবার নিজের ঘরের মেয়েদের দিকে একবার তাকাই তাহলে নিশ্চয়ই আন্দাজ করতে পারব আমাদের চোখের সামনেই ( যুগ , বছর , মাস নয় মাত্র দিনে একটিবার খেয়াল করি যদি ) আমাদের ঘরের মেয়েদেরকে আমরা […]
হারানো সুর
খুঁজে চলেছি সেই হারানো সুর, খুঁজে চলেছি সেই অতীত সুদূর — কাটেনি যে আজ ও রাতের আঁধার হয়নি যে ভালোবাসার ভোর !! মরণের পারে তোমার ছোঁয়া বার্তা লয়ে যায় দখিন হাওয়া ; মন মিশে যায় তোমার পরশে হারানো সুর […]
প্রতীক্ষা
কেটে যায় দিনগুলো তার আসার প্রতীক্ষায় তবুও সে যে আসেনা জীবনের আঙ্গিনায় কত আশা , কত বেদনা ঘিরে আছে তাকে কুয়াশা ভরা পথে দুজনে হেটেছিলাম হাত ধরে ….. কত স্মৃতি ,কত টুটে যাওয়া স্বপ্ন সবই যে তাকে ঘিরে আসা যাওয়া সেই প্রেমের হাওয়া অভিমান আর আদরের সুরে ভরা …… চেয়ে থকি সেই পথ চেয়ে নীরবে […]
জিজ্ঞাসা
ভালবাসা আর সমর্পণ জীবনেরই দর্পণ , তবু কেন এই শূন্যতা — সেই অপূর্ণ থেকে যাওয়া ? বুকের ভেতর থেকে যাওয়া সেই অশেষ যন্ত্রণা — মুখ ফুটে যা যায়না বলা !! সংগীতের সুর তালে ছিল বাঁধা তোমার আর আমার ভালবাসার বীণা — ছিল যে ভাবনার আবেশে ভরা প্রেমের চন্দ্র-সূর্য-তারা– কেন হলো না সে স্বপ্ন পূরণ কেন থেকে গেল শুধুই মরণ কেন গাওয়া […]
ঠিকানা
নিঝুম দুপুরে মন বলে চল চলে যাই দুরে — পাখিরা যেখানে উড়ে যায় খুলে যায় যেখানে গভীর তত্ত্ব !! নীরব আকাশ ব্যস্ত ধরা শুধু রোদ্দুর আর পাতা ঝরা রোদের ঝিকিমিকি পাখিদের কিল্ কিলি সেই কবিতা আর গান — চলে যায় মন– স্বপ্নের ঘোরে– সময়ের স্রোতে ভেসে চলে কত রঙ্গে রাঙ্গা স্বপ্ন; রেখে যায় শুধু স্মৃতি — আর শুধুই […]
অল্পকথা
অশান্ত এ মনে শ্রাবণের ধারার মাঝে অসীম অন্ধকারে কত যে সুর বাজে অল্পকথা অল্পগান রইলো আজ লেখা হৃদয়ে এঁকে যাই আজ হৃদয়েরই রূপরেখা ।। আঁখির আকাশে যখনই হয় কল্পনার প্রবেশ আলোকিত করে তুলে সৃষ্টিরূপের দেশ আঁধার ভেঙে উল্লাসে নাচে কবিতার শব্দরাশি সুরের ঐক্যতানে বেজে উঠে মনে প্রেমের বাঁশি ।। প্রজাপতির ডানায় আলতো ছুঁয়ে যায় আমায় […]
আলেয়া
আলেয়া যে ও যত চাই না পাই তাকে ছুঁতে গিয়ে নিজেই হারাই !! কি সে ?— আলেয়া যে ও মন তো আলেয়া নয় তবে কেন ভালোবাসা ! যত কাছে তত দুরে — পথ তার না হয় শেষ ! তবেই কি সে আলেয়া ? মনের গভীরে তাকে খুঁজি , কত আঁধার ,কত আলো ,কত যে হারানো […]
বাস্তব
প্রেম ,ভালোবাসা ,পরিণয় বাঁধা এই বন্ধন মনের আলোয় তুমি বললে মন যে বাস্তব নয় পুতুল নাচের এই দুনিয়ায় !! জীবন মরণের শপথ নেওয়া সুখ দুঃখের এই আনাগুনা ভাব ভাবনার এই মেলায় কত ফুল ফুটে জীবন বাগিচায় !! জীবন মঞ্চের এই নাটকে অভিনয় –শুধুই অভিনয় পেয়ে হারানোর পালাবদলের এই খেলায় মন ডুবে যায় অসহ্য যন্ত্রণায় !! […]