দিনের আলোয় আজ নামছে অগ্নিশর্মা অন্ধকার ঠিকই সব মিটে যাবে, হ্যাঁ, হ্যাঁ, ভালোই হবে – সত্যি মিথ্যের বেচাকেনা আজিকে হরদম, দুর্বার বানোয়াট অগোছালো তবুও মেনে নেয় সবে! দিবা-নিশি, কেন তুমি মলিন, অপরিচিতা – রূপকথায় বুঝি হারায় রোদের জন্মদিনটা। সাড়া দাও ঐ ইশারার; এসো, এসো হে – মগ্নতা সন্তর্পণেই তুলে রেখেছি তোমার আকুন্ঠ বিশ্বস্ততা। ফেলে আসা […]
লিখেছেন: আরিফুর রহমান হাছনাইন
অনুভুতিগুলো শব্দে রূপান্তর করতে ইচ্ছা করে, মাঝে মাঝেই। সেগূলোই বোধহয় কবিতা কিংবা প্রবন্ধ হয়ে যায়, যাক না - তবুও প্রকাশ পাক, মনের কথা।