২৩ নভেম্বর ১৯০২। একটু আগে শ্রীমতী মৃণালিনী দেবীর আত্মারাম খাঁচা ছেড়ে বেরিয়ে গেল। বেরোনোর আগে তার অবিনশ্বর আত্মাকে নশ্বর দেহের নির্দিষ্ট কোটরে আটকে রাখার জন্য হোমিওপ্যাথ ও অ্যালোপ্যাথ প্রচেষ্টার কোনো ত্রুটি করা হয়নি। ২৬ দিন আগে ২৯ অক্টোবর যখন তার জন্য বেডপ্যান কেনা হয়, তখনই আশঙ্কা জেগেছিল ভব বোধ হয় আর টিকবে না। তার স্বামী […]
লিখেছেন: আন্দালিব রাশদী
জন্ম ৩১-১২-১৯৫৭ সালে ঢাকায়। পরাশুনা করেছেন ঢাকা কলেজে, ওয়েলস্ বিশ্ববিদ্যালয়ে। পিএইচডি করেছেন স্কুল অব সার্ভেয়িং, ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন। অর্থনীতি ও আইন তাঁর পাঠের প্রধান বিষয়। প্রকাশিত গ্রন্থ সম্পর্ক (২০০৮) একটি পরিত্যাক্ত ক্যালভিনেটর ফ্রিজের গল্প (২০০১) ডায়না যেদিন সিঁড়িতে বমি করলো (২০০৮)