শুধু তোমাকে সালাম– আর কাউক্কে তোয়াক্কা করি না, আর-সব-পায়ে-দলা মুথাঘাস– শুধু তুমি ঘাসে রত্নফুল, আর-সব নোংরা টাকা-পয়সার মতো : হাতে-হাতে ঘোরে-ফেরে– শুধু তুমি অমল-ধবল তুমি, তোমার আহারে শুধু ঘড়ি লাগে– আর-কিছুই রোচে না তোমার, নামো ঝরনা ফাটিয়ে পাথর– সৃষ্টি তার মুখোশ ছিঁড়েছে, বস্তুর বিরুদ্ধে শুধু অফুরান প্রজাপতি ওড়ে ।
সৃষ্টিশীলতার প্রতি
মালার স্মৃতি
‘মনে রাখার দিন গিয়েছে, এখন ভোলার পালা!’ _প্রশ্ন আমার : ভুলতে কি পেরেছিলেন কাজী কবি স্বয়ং? বর্ণহীন জীবনে কেউ ভুলতে পারে ভালোবাসার রঙ? মালার স্মৃতি থেকেই যায়, যতো শুকোক মালা!
কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড
এখানে কবিতা বানানো হয়। সব ধরনের কবিতা। রাজনীতিক কবিতা, সামাজিক কবিতা। নাগরিক কবিতা, গ্রামীণ কবিতা। প্রেমের কবিতা, শরীরের কবিতা। স্বপ্নের কবিতা, বাস্তবের কবিতা। চল্লিশের কবিতা, পঞ্চাশের কবিতা। ষাটের কবিতা, সত্তরের কবিতা। আশির কবিতাও আমরা বাজারে ছাড়ছি শিগগিরই। কবিতার হাত, পা, মাথা, ধড়, শিশ্ন, যোনি, চুল, নখ, চোখ, মুখ, নাক, কান, হাতের আঙুল, পায়ের আঙুল– সব-কিছু […]