প্রতীক্ষা

কেটে যায়  দিনগুলো 
তার  আসার  প্রতীক্ষায় 
তবুও সে যে আসেনা 
জীবনের আঙ্গিনায় 

কত আশা , কত বেদনা 
ঘিরে আছে তাকে 
কুয়াশা ভরা পথে 
দুজনে হেটেছিলাম হাত ধরে …..

কত স্মৃতি ,কত টুটে যাওয়া স্বপ্ন 
সবই যে তাকে ঘিরে 
আসা  যাওয়া সেই প্রেমের হাওয়া 
অভিমান আর আদরের সুরে ভরা ……

চেয়ে থকি সেই পথ চেয়ে 
নীরবে চলে যেতে সময় এল 
তবু তার আসার প্রতীক্ষায় 
দিনগুলো যে না ফুরায়………

                ……অরুণিমা