দিনের আলোয় আজ নামছে অগ্নিশর্মা অন্ধকার
ঠিকই সব মিটে যাবে, হ্যাঁ, হ্যাঁ, ভালোই হবে –
সত্যি মিথ্যের বেচাকেনা আজিকে হরদম, দুর্বার
বানোয়াট অগোছালো তবুও মেনে নেয় সবে!
দিবা-নিশি, কেন তুমি মলিন, অপরিচিতা –
রূপকথায় বুঝি হারায় রোদের জন্মদিনটা।
সাড়া দাও ঐ ইশারার; এসো, এসো হে – মগ্নতা
সন্তর্পণেই তুলে রেখেছি তোমার আকুন্ঠ বিশ্বস্ততা।
ফেলে আসা গান আজ মাখবো সারা গায়
গুনতে গুনতেও ফুরাবেনা ভালোলাগা ঐ সময়।
শিশির মাখা ঘাস ছুঁয়ে চোখ বুজে থাকা
হবে অফুরান, অনির্বাণ আদিম প্রেমনৃত্যে মাখা!
আমি না হয় চিন্তা বৃষ্টিতে ভিজেই জ্বর উঠালাম
রাত পাখির গান, জোনাকি তোমার ঘুমেই পাঠালাম।।
শুভেচ্ছা সেতুবন্ধনে। অনিবার্য্য কারনে বিভাগ এবং ট্যাগ সম্পাদনা করা হলো