মিছিল

রামের গেলাস, উলটে খালাস
নেশা সুদুর প্রান্ত,
বৃথা চেষ্টা করেই ক্লান্ত।
মনের গুহায়, বিষাদ ঘুমায়
বাইরে তখন কিসের পুজো
জোর মাইকিং অবিশ্রান্ত।

অতি তুচ্ছ, এক গুচ্ছ,
বেদনায় রঙ ভরে
ধুসর গাঙচিলটা ওড়ে।
কর্ম বিহীন, দৃষ্টি মলিন
অসুখ গর্ত খোঁড়ে
সময়চক্র ঘোরে।

চিন্তার রাজ, ঘুম নেই আজ
ক্লান্তি মাখা চোখে।
প্রেমহীনরা ফোঁকে।
মিথ্যে জগত, প্রেমেও নগদ
মৃত বিপ্লব ব্যানার বুকে, ঘরে ঢুকে
মিছিল শহর রোখে।