আমায় বন্দী করে আয়েস, পেছন টানে বিলাস।
উন্মাদনায় মত্ত হাতে জনি ওয়াকারের গেলাস।
আমি বাউল জীবন কাটাই
নিজে নিজের কুনাম রটাই
পাড়ায় গুঞ্জন ওঠে সালা সব বেটারাই জেলাস।
ওই পাহাড় চুড়ায় রুমি কেন দাঁড়িয়ে আছো তুমি!
পাথর কেটে রাস্তা গড়তে হাঁপিয়ে যাচ্ছি আমি।
মনে স্বপ্নের মেঘ ভরে
আমায় শিতল স্পর্শ করে
তোমার আদুর সঙ্গ আমার জীবনের চেয়ে দামি।
তাই দিলাম চিঠি মেঘের হাতে, ‘পৌঁছে দিবি আজকে রাতে’।
দামাল হাওয়ায় উড়ল মেঘ, দেখি ছায়া অন্তরঘাতের।
জানি পাসনি চিঠি তুই
আমি ঘুরছি বিদেশ বিভুঁই
তবু আসব এটা জানিস আমি প্রেমিক অন্য জাতের।