অস্পৃশ্য

ঘন্টার পর ঘন্টা
দিনের পর দিন
বছরের পর বছর
সময় নষ্টের ঠিকাদার আমি………
দায়িত্ব নিয়ে ঘড়ির কাঁটা চিবিয়ে চলেছি।
বুদ্ধি কি অস্পৃশ্য?