প্রায়শ্চিত্ত

নিভৃতে তোমার অশ্রু ধারা
তমসা নদে মেশে
হৃদয় মোহনা সুদুর প্রান্ত
জেনেছ দিনের শেষে।

তোমার মেঘ ভেজা আকুল চোখে
রক্তজবা ভাসে
ছত্রাক ব্যাকুল যন্ত্রণারা
পাথর চাপা ঘাসে।

পাথর দেয়াল অবোধ আমি
পাইনি তোমার শব্দ
গুহার ভিতর কুঁকড়ে জীবন,
চেতন জেগেই জব্দ।