এই যে শুনছো, তোমাকে বলছি
হ্যাঁ তুমিই।
তোমার জন্যই অবিরাম ঘোরে
তিন ভাগ জল আর
বাকি এক ভাগ ভুমি।
তোমার আশায় বাবুই বাসায় ছানাগুলো সব
কিচকিচ করে দিনমান
তোমার জন্যই ভিঞ্চি বাবু
মোনালিসার আঁচল ছেড়ে
এঁকেছে উড়োযান।
তোমার কায়া নীল রাত্রি, লালচাঁদ টিপ,
সাগরে সফেন ঢেউ।
তোমার জন্যই পথ দেখাতে
বনানীর এই গহন প্রান্তে
সাঁঝবাতি জ্বালে কেউ।
তোমার ছন্দে কবিতা লেখা,
কোপাই পাড়ে পলাশ রেখা
বসন্ত রানির গান
তোমার জন্য হাজার রোমিও
প্রেম দাও প্রেম দাও বলে
হেলায় ছুঁড়েছে প্রান।
তুমি এখনও বাইরে কেন?
হ্যাঁ, তোমাকেই বলছি।
তোমার জন্যই বনলতা সেন
সিঙ্ঘল থেকে সাগর পেরিয়ে
হাজার বছর হাঁটছি।