প্রেম মানে তো কবিতা
ভীষণ চেনাটাও কেমন যেন অচেনা ঠেকে
গভীর কোনো রহস্য লুকায়িত রয়েছে তার অতলে
সেই রহস্যই দুকুল ধরে টানে
ভাসিয়ে নিতে চায় ব্যাকুল স্রোতে।
আপ্রান চেষ্টা করি বাহুপাশে বাঁধার
পেছল শরীর নিয়ে বারেবারে ফস্কে পালায়।
প্রেম মানে তো দুরের হাতছানি
বিস্তৃত মরু মাঝে হারিয়ে যাওয়া পথিকের মরিচিকা
যতই নিকট ভেবে ছুটি যাই
ততই সে দূরে সরে পালায়
এই দেখি সাজানো বাগান, পলক ফেলতেই ধুধু বালিপ্রান্তর।