রাত্রির গভীরে সুড়ঙ্গ কেটে খুঁজি তোমাকে।
খরস্রোতা সময় নদীর উচ্ছ্বাসে ভেসে যাও তুমি;
তোমার নখ, চুলের ডগা, নোনা ঠোঁট
উড়ে যায়, ভেসে যায় দাম্ভিক মেঘের সাথে।
কিনারায় পাথরের টুলে বসে আমি
মরু পর্বতের মতো শুষ্ক শীতল।
রাত্রি যত নিকষ হয়
জ্যোৎস্না মাহুতের কুশ নেমে আসে বুকে।
এখন তোমাকে খুব দরকার।
একটু নেমে আসবে বৃষ্টি ব্যান্ডেজ হয়ে?
শুতে দেবে তোমার শীতলপাটি বুকে?
ছোঁয়াবে তোমার ওডিকলোন ঠোঁট?
নিস্তব্ধ রাতের খাদান অন্ধকার থেকে
টেনে বের করতে পারো শুধুই তুমি।
তাই, শুধু তোমাকেই খুব দরকার।
এসো দুখজাগানিয়া……