দুর্মর

219120_535568456455855_1837612102_o

গিলোটিন আমাদের থামাতে পারেনি
গ্যাস চেম্বারে আমরা মরিনি
জার্মান বোমায় ভয় পাইনি
তালিবানকে তোয়াক্কা করিনি

আমরাই বাস্তিল ভেঙ্গেছি
লেলিনের সাথে মস্কোতে ঢুকেছি
বার্লিন ওয়াল আমরাই গুড়িয়েছিলাম
ল্যাটিন আমেরিকার জঙ্গলে আমরাই ছিলাম চের সাথী !

আমরাই ওয়াল স্ট্রীটে তাবু গড়ি
আমরা তকসিমে স্লোগান দেই
তাহরীর স্কয়ার প্রকম্পিত করি

আমাদের আজ অবধি কেউ থামাতে পারেনি
আপনি কি করে পারবেন, হে মহামান্য !

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৩.০০ out of ৫)
Loading...
শেহজাদ আমান- র আরো পোষ্ট দেখুন