একলব্যরা সবসময়ই পরাজিত হতে থাকে !
ইশ্বরণীয় হয়ে থাকেন দ্রোণাচার্য
অর্জুনদের জয়জয়কারে মুখরিত হয় চারিদিক
দ্রোণার চারপাশে শুধু অভিজাত পান্ডববের ভিড় !
আর একলব্য এই আমি
নিম্নবিত্ত, নিঃস, নিম্নবর্ণ
একা লড়ে যাই
অসম লড়াই
মমচিত্তে গুরুকে স্বরণ করে —
তবু পরাজিত হই
ইতিহাসে ও বাস্তবে,
আমার জীবন ও যৌবনে সবখানে !