একটি পাখি ডাকছে একা শরৎকালে
কী নাম যে তার কেমনে বলি
এই সকালে!
ঘুম ভাঙা রোদ ছড়িয়ে পড়ে হলুদ বরণ
ডাক দিয়েছে হাঁক দিয়েছে জীবন-মরণ।
পাখির পিছে ঘুরতে গিয়ে
কাঁপছি আমি, কাঁপছে ডানা
নেই ঠিকানা,
কোন দিকে যাই
একটু দাঁড়াই—
হাত বাড়ালে ধরতে কি পাই
আঁচল তোমার?
ফুলের গন্ধে প্রাণ মাতানো গানের কলি
উপচে ওঠে…
কী আনন্দ, কেমনে বলি!