পার হয়ে যাই জীবন-মরণ

কাটিয়ে দিলাম একটা জীবন মস্ত বড়

কোথায় এলাম কি যে পেলাম, থরথর

কাঁপছে শরীর এই তনুমন, বৃক্ষ যেমন

হাওয়ার তোড়ে কাঁপতে থাকে তেমনি এখন—

 

কাঁপছি আমি অগ্রগামী দু টি চরণ

পার হয়ে যাই,পার হয়ে যাই,জীবন মরণ

পথ থেকে পথ পাড়ি দিলাম—কি যে পেলাম!

দু হাত খুলে দেখছি রেখা

কি যে লেখা

জানে না কেউ। বুকের ভেতর ঝড় তুলেছে

অজানা ঢেউ;

কী নাম তোমার? কোথায় নিবাস, একটু দাঁড়াও

স্পর্শ করি হাতটি তোমার একটু বাড়াও।

 

কোথায় আছি কোথায় যাব বলবে কি কেউ?

বুকের ভেতর উথলে ওঠে ঢেউ শুধু ঢেউ।

তরঙ্গ জল চলুক তবে রক্তে আবার—

জাগছে আশা, ভালোবাসা, কাকে পাবার?

 

শ্রুতিলিখন :আবিদ আজম

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
আল মাহমুদ- র আরো পোষ্ট দেখুন