ফাল্গুন

শীতের ঠাণ্ডা হাতের পরশ এখনও কাঁধে
সহসা কীভাবে ঘামের বিন্দু ললাটে জমলো
প্রকৃতির শুকনো ডালপালা দিয়ে কে যেন রাধে
মহাব্যঞ্জন সুগন্ধে তার ছড়ায় ক্ষুধা

আগুনের ছোঁয়া ফাগুন এনেছে
আমি ক্ষুধার্ত, তৃষ্ণায় বুঝি ফেটে যায় বুক
অথচ ললাটে বিন্দু বিন্দু লবণের ছোঁয়া
ভেজা চিবুক
২২.০২.২০১২

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
আল মাহমুদ- র আরো পোষ্ট দেখুন