মগজ বারুদভরা। আত্মা যাচে তোমাতে আরাম
তবুও তো হাতড়ে ফিরি, যদি পাই পল্লবের ছোঁয়া,
তুমি তো গন্তব্য নও, মাত্র পান্থপাদপের নাম
বৃক্ষতলে পড়ে থাক অবশিষ্ট উচ্ছিষ্ট মহুয়া।
আমার চলার পথে যত গাছ দিয়েছিল ছায়া
তাদের নামের স্মৃতি ভুলে গিয়ে এখন কাঙ্গাল
শুধু মনে পড়ে এক আমলকী ধরে ছিল কায়া
হরিণের খাদ্য হয়ে তারই রক্তে হলো লালে লাল।
কোথায় দাঁড়াই বলো, মগজের ভেতরে উত্তাপ
এ দাহ নেভাতে পারে তুমি ছাড়া কেউ নেই আর
যে মন্ত্র মন্থন করি এতে নেই কাব্যের প্রতাপ
মাঝে মাঝে ডুবে যাই অন্ধকার শুধু অন্ধকার
মগজ আগুনে ঠাসা। আত্মা খোঁজে তোমাতে আরাম
কেবল দেহের স্মৃতি ভুলে গেছি কী তোমার নাম।