মজা নদী

মজা নদী ওগো মজা নদী মনে আছে?
তীর ভাঙা তিন তরঙ্গে খান খান

হয়েছিল বুক, ঠুকরে নিলো কি মাছে?
ওষ্ঠের সব চুম্বন অভিমান?

মনে করো সেই ঢেউয়ে ভরা দিনগুলি
দিন চলে গেছে শেওলার স্মৃতি ভরা,
আজও কি ডাকে না কলমির অঙ্গুলি?
নদী করেছিল নদীকে স্বয়ম্বরা!

নদী তুমি নেই, তবু যে দীর্ঘ রেখা
কল্পিত স্রোতে ভেসে গিয়ে মিশে যায়,
দিগন্ত থেকে দিগন্তে ফিরি একা
আজও মনে ভাবি ভাসবো তোমারই নায়।

তোমার পালের প্রতীকে দস্যুতার
চিহ্ন দেখেও লুট হয়ে যাওয়া ছাড়া
আমার জন্য কী রেখেছো বাকি আর
ভাঙা মাস্তুল, ভেঙেপড়া শিরদাঁড়া

মজা নদী ওগো মজা নদী মনে পড়ে?
সেই ঘোলা স্রোত, ঢেউয়ের নাগরদোলা?
বিজলির হানা, একরাত্রির ঝড়ে
শাড়ি উড়ে গেছে, কার যেন চুল খোলা?

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
আল মাহমুদ- র আরো পোষ্ট দেখুন