আমি কবি।
আমি কথা বলে যাই নিজের ছন্দে
আমার শব্দ আমারই গন্ধে—
আনন্দে মাতে—দু-হাত তুলে;
নূপুর ঘুঙুর কে পরেছে পায়—নৃত্যপরা
নাচের মুদ্রা ঘুরে ঘুরে শুধু দিচ্ছে ধরা
কী নাম তোমার, কোথায় বা ধাম। কীবা পরিচয়?
তবু বলি জয় তোমার বিজয় আসছে ধীরে,
নৃত্যের ঢেউয়ে খেলছে দেহের অঙ্গ বুঝি
তালে তালে নাচো তরঙ্গ তুলে। আসুক ফিরে—
মিলের মহিমা মিলে শেষ হোক দিলের বাণী
ঝংকার তোলে কাব্যের রানি।
গেয়ে ওঠো গান, তোমার আহ্বান হাওয়ায় ভাসছে,
কারা যেন বলে, আসে শুভদিন। আসছে আসছে।