কোথাও যদি ফুটেছে ফুল ফুটুক না
পাগলা হাওয়ার মাতলামিতে হৃদয় জেগে উঠুক না!
বন্ধ ঘরের অন্ধকারে সুর তোলা তো সহজ নয়,
লড়াই ছাড়াই মানবো কী গো কাব্য-কথার পরাজয়!
না কভু না,এই ফাগুনে
আগুন হয়ে জ্বলছে প্রাণ,
প্রাণের পাখি গান ধরেছে শব্দে বুঝি বয় তুফান।
ঝড় উঠেছে চতুর্দিকে বন্ধ ঘরে থাকবো না-
পরাজয়ের কালিমা আর নিজের মুখে মাখবো না।
সামনে আছে নতুন আশা নতুন ভাষার উচ্চারণ
সেই আওয়াজে মিশিয়ে দেবো এগিয়ে চলার বিবরণ।
সবাই তোলো জয়োধ্বনি বাধা-বিঘ্ন সরিয়ে দাও,
অগ্রগতির এই তুফানে প্রাণের আবেগ ছড়িয়ে দাও।
জয়োধ্বনি জয়োধ্বনি সামনে নতুন ভবিষ্যৎ
আলোর উপর আলোর ছটা ঐ খুলে যায় নতুন পথ।
২৪ ফেব্রুয়ারি, ২০১৫