আগুন হয়ে জ্বলছে প্রাণ

কোথাও যদি ফুটেছে ফুল ফুটুক না
পাগলা হাওয়ার মাতলামিতে হৃদয় জেগে উঠুক না!
বন্ধ ঘরের অন্ধকারে সুর তোলা তো সহজ নয়,
লড়াই ছাড়াই মানবো কী গো কাব্য-কথার পরাজয়!

না কভু না,এই ফাগুনে
আগুন হয়ে জ্বলছে প্রাণ,
প্রাণের পাখি গান ধরেছে শব্দে বুঝি বয় তুফান।

ঝড় উঠেছে চতুর্দিকে বন্ধ ঘরে থাকবো না-
পরাজয়ের কালিমা আর নিজের মুখে মাখবো না।
সামনে আছে নতুন আশা নতুন ভাষার উচ্চারণ
সেই আওয়াজে মিশিয়ে দেবো এগিয়ে চলার বিবরণ।

সবাই তোলো জয়োধ্বনি বাধা-বিঘ্ন সরিয়ে দাও,
অগ্রগতির এই তুফানে প্রাণের আবেগ ছড়িয়ে দাও।

জয়োধ্বনি জয়োধ্বনি সামনে নতুন ভবিষ্যৎ
আলোর উপর আলোর ছটা ঐ খুলে যায় নতুন পথ।

২৪ ফেব্রুয়ারি, ২০১৫

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
আল মাহমুদ- র আরো পোষ্ট দেখুন