ওগো মা আমার, এমন বাদলবৃষ্টির দিনে
আমাকে প্রসব করেছিলে তুমি কী ভেবে বলো?
জন্মের জ্বালা আজও লেগে আছে শরীরে আমার
আঁখি ছলছল চোখ দুটি মেলো
এই তো আমি ভূমিষ্ঠ হয়ে
ধরে আছি মাটি জন্মভূমি;
তোমার কষ্ট বুঝতে চাইছি—
হয়নি স্পষ্ট আমার কাছে,
গাছ থেকে গাছে উড়ে গেছে পাখি
আমি চেয়ে থাকি
খুঁজছি কোনো হারানো সূত্র—তোমার পুত্র;
তুমি বলেছিলে গরিব ঘরের টিনের চালে
বৃষ্টির ফোঁটা নূপুরের তালে ঝরছে যখন
আমাকে জন্ম দিয়েছিলে তুমি দারুণ কষ্টে
কিন্তু আমার মুখ দেখে তুমি হেসেছিলে তবে বিজয়ের হাসি?
সেই হাসিটিকে ফিরিয়ে আনতে আমি কি চাইনি!
তবে ঠিক জানি, আমিই আনব সেই পুলকের
প্রসবের ব্যথা ভুলিয়ে দিতে তোমার উদরে
দেখো চেয়ে দেখো বৃষ্টির ফোঁটা আজও ঝরে পড়ে
৮ জুলাই ২০১৪