গোল গোল গোল,
সারা গায়ে শিহরণ
চেতনায় জাগরণ
চারিদিকে চিৎকার—
গোল গোল গোল।
কী যে পুলকের ঠেলা
মেলাভাঙা পথচলা,
এই খেলা সেরা খেলা;
গোধূলি আলোর বেলা
সারা গায়ে ঝংকার
ওঙ্কারে মাতোয়ারা
অবশেষে শেষ বেলা
ঠেলা খেয়ে বাড়ি ফেরা
এই সেরা এ-ই সেরা!
শেষ নেই শেষ নেই
হিংসা বা দ্বেষ নেই
আনন্দ উল্লাস
শিহরণ উচ্ছ্বাস
গোল গোল গোল
যেন কেউ বলে ওঠে
দ্বার খোল দ্বার খোল।