তুমিই এনেছ ঝঞ্ঝার বেগ তুমিই এনেছ ঝড়
তোমার চলনে বলনে কাঁপছে ধরণীটা থরথর
খোঁপাভাঙা কেশে মিশে গেছে এসে মহাপ্রলয়ের রব
কারা খলখল হাসিতে উজ্জ্বল মানে না কো পরাভব
বলে উৎসব আজ উৎসব আজ আমাদের দিন
আমাদের হাতে নতুন প্রভাতে আনন্দ সীমাহীন
আমরা ছড়াব আলোর রশ্মি প্রভাত বেলার গান
আমাদের গান নব আহ্বান জাগুক হাজারো প্রাণ
প্রাণের ভেতরে প্রাণ বলিদান আমরা দাঁড়ানু সবে
কার আগে কে বা মাথা দিয়ে দেবে আজ তারি জয় হবে
এই উৎসবে একসাথে সবে ধরেছি ঐকতান
তার বুকে কত সাহসের ক্ষত করো তার সন্ধান
বলো জয় জয় সাহসের জয় অলসের নেই ঠাঁই
প্রাণ স্পন্দনে নব জাগরণে আমরা সুর মিলাই
আমরা গেয়েছি বিজয়ের গান আগামীর আহ্বান
এসো ভাই সবে এক সাথে তবে হোক মহা উত্থান
বলো উৎসব আজ উৎসব এক সাথে যেতে হবে
পায়ে পায়ে মিল এগোবে মিছিল ঐক্যের কলরবে
১০.০৪.২০১৪