আমার পতাকা

ওই তো আমার পতাকা উড়ছে স্বাধীনতার
সবুজের মাঝে লাল সূর্যের আলোর ধার
শ্যামল কোমল শস্যের রঙ মাতায় মন
তার মাঝে গোল আলোর গোলক, বয় পবন

বাতাসে ছড়ায় আশার সুরভী ভাষার গান
আমরা গাইবো মিলিত কণ্ঠে স্বাধীন প্রাণ
দিক বিজয়ের সুর ঝংকারে কাঁপে ঈশান
তার মাঝে আজ ছড়িয়ে পড়–ক এই নিশান

আমাদের পথ আমাদের মত দেখায় দিক
আমরা চলেছি কাঁপিয়ে পৃথিবী দিক-বিদিক
আমাদের প্রাণ শোনে আহ্বান, ভবিষ্যৎ
বাড়িয়ে দিয়েছি গতির আবেগ ঐক্যমত

নাই ভেদাভেদ নেইকো প্রভেদ সামনে চল
আমরা দেশের নতুন আশার নতুন বল
আমরা গাইবো নব সঙ্গীত প্রেমের গান
গণমানুষের হৃদয়ে ছড়াবো ঐকতান

পদভারে বুঝি কাঁপছে ধরণী নির্ভয় প্রাণ
আমাদের ডাক সব মানুষের মিলিত গান
আমরা করেছি ঐকতানের সুরের রেশ
আমাদের ডাকে জেগে ওঠে ধরা, বাংলাদেশ

জন্মভূমির মাটির গন্ধে প্রাণের সাড়া
আমরা চলেছি জগৎ কাঁপিয়ে পাগল পারা
চলছি সমুখে আমাদের মুখে আলোর ঝিলিক
দিক বিজয়ের সাথীরা এগোও ঠিক করে দিক

এগোও সামনে নির্ভীক প্রাণে সব বিজয়ী
আমাদের নাম সালাম সালাম দিক বিজয়ী
আমরা এসেছি ধরণীর বুকে শস্য বুনতে
আমরা এসেছি মানুষের কথা শব্দ শুনতে

আমরা প্রেমের পুত্র কন্যা আমাদের নাম
আকাশে ছড়ায় মাটিতে লুটায় কাঁপে ধরাধাম
আমাদের মুখে শান্তি বার্তা সালাম সালাম
আমাদের বুকে গোলাপের ঘ্রাণ আনে পয়গামÑ
সালাম সালাম।
২৩.৩.২০১৪

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
আল মাহমুদ- র আরো পোষ্ট দেখুন