কাকে যেন আমি পথে রেখে একা
বাঁক ঘুরে বহুদূরে
এসেছি এখানে গঞ্জে ও গ্রামে
পরিচিত কেউ নেই
আছে শুধু স্মৃতি আছে বিস্মৃতি
নিদ্রার শীতলতা
আমার ঘুমের স্বপ্নেও আজ
ভাসে না তোমার নাম।
এখন একাকী অস্তাচলের যাত্রী
আমি কি একাই?
অথচ ভাবনায় আছো তুমি ঠিকই
কে দেবে এর নাম
নাম নেই আর গ্রাম নেই
শুধু আছে এক পরিণাম
সামনে বিছানো একটি দীর্ঘ রেখা।
এরই নাম পথ বহু জনপদ পার হয়ে
আমি চলে যাই সোজাসুজি
কিংবা পথেই কারে যেন খুঁজি
কি তোমার নাম_ দাও পরিচয়
অক্ষয় হোক প্রেমের গল্প অল্প স্বল্প
যা বলেছি আমি আগে।