পাতা ঝরছে পাতা ঝরছে, ঝরছে প্রাণ
এই পৌষের ঠান্ডা হাওয়ায় লেপের ঘ্রাণ
লাগছে এসে আমার নাকে আমার দেহে—
কী আরাম!
হাত দিও না তোমার হাতে শীতের ঢেউ
শীত নিয়ে আজ গীত বেঁধেছি আসবে কেউ,
আসুক তবে হাসুক তবে কথার ঢেউ—
শীতে পালায় গীতের নেশা আমার নাম!
তবু তো শীত ভীত কাঁপানো বাড়ায় হাত
হাত দিও না হাতের পরে শীতের রাত,
রাত পোহালে দেখব তোমার ঠান্ডা মুখ
ভ্রুরুর নিচে কাঁপছে বুঝি সজল চোখ।
ফাঁকা ঠোঁটের হাসি বুঝি হাসল কেউ
কী যে মধুর হাস্যরসের উঠল ঢেউ,
বাসি বকুল গন্ধ ছড়ায়, নেই তো কেউ!