বহুদূর থেকে ভেসে আসে কানে ধ্বনিত রঙ্গ
বুক কাঁপে আর সুখে কেঁপে ওঠে আমার অঙ্গ
কবি আমি বটে সবার আগে আমি মনুষ্য
দেখি চারিদিকে ছড়িয়ে পড়েছে আমার শস্য
গানের আকারে প্রাণের তাগিদে আমি বেঁচে আছি
সময়ের মাঝে আমার মৃত্যু নিশ্চিত নয়
মৃত্যু মানেই সমাপ্তি তাই গাহি জীবনের জয়
আমাকে দেখেই হাত বাড়িয়েছে ঐ যে আকাশ
মাটি কেঁপে ওঠে পায়ের নিচেই কথা বলে ঘাস
আকাশ ও মাটি আমাকে নিয়েই মিল খুঁজে ফিরে
ছন্দে জাগায়, গন্ধে মাতায় ঘাসে ও শিশিরে
সব শেষ হলে আমি চেয়ে দেখি এই তো আমি
আমার যাত্রা সবে শুরু হলো আমি পথে নামি
পা দুটি আমার চরণ চিহ্ন এঁকে দেয় পথে
আমাকেই আমি দেখি এক উঁচু বিজয়ের রথে
আমার কাজ তো কাব্য ছাড়া আর কিছু নয়
আমি কাব্যের, মহাকাব্যের মহা বিজয়
আমি থাকি শুধু কবিতার নিজ প্রাণের তাগিদে
জয়গান শোন চারিদিকে কারা, খুশি মাতোয়ারা
আনন্দে, ঈদে।