সাহায্য

আপনার সমস্যায় আমাদের ক্ষুদ্রপ্রচেষ্টা ।


১।পোষ্ট লিখতে প্রথমে নিবন্ধন করুন।নিবন্ধন করার সময় বাংলায় আপনার নাম লিখুন।লগ ইন করার পর আপনার নাম কিভাবে প্রদর্শিত হবে তা নির্বাচন করুন। আপনার নিজের সম্পর্কে কিছু লিখুন(যা আপনার প্রোফাইলে প্রদর্শিত হবে) ।আপনার ছবিও দিতে পারেন।নীতিমালা অনুযায়ী নিক হওয়া উচিৎ যথার্থ এবং শ্লীল। কোন প্রকার অশ্লীল নিক গ্রহন করা হবে না। এছাড়া নিক শুধু অক্ষর এবং সংখ্যা হতে পারবে; স্পেইস, বিশেষ ক্যারেক্টার, কমা, সেমিকোলন ইত্যাদি গ্রহণযোগ্য হবে না।
২।রেজিস্ট্রেশনের পরে কি ভাবে অ্যাকটিভেট করবেন ?
অ্যাকটিভেট করার জন্য আপনাকে আপনার ই-মেইল চেক করতে হবে, যেখানে আপনি একটি অ্যাকটিভেশন লিংক পাবেন। এই অ্যাকটিভেশন লিংক ক্লিক করার মাধ্যমে আপনার একাউন্টটি চালু হবে। আপনি যদি আপনার অ্যাকটিভেশন লিংক ই-মেইল না পেয়ে থাকেন তাহলে দয়া করে আপনার বাল্ক মেইল এবং স্পাম ফোল্ডার চেক করুন।
৩।কিভাবে বাংলায় লিখবেন ?
তিনভাবে বাংলা লিখতে পারবেন – বিজয়, ফোনেটিক বাংলা এবং ইউনিজয়। বিজয় যারা ব্যবহার করে অভ্যস্ত – ইউনিজয় অনেকটা বিজয়ের মতই কিন্তু আ’কার, ই’কার এবং ঐ’কারগুলো অক্ষরের পরে দেবেন। তাহলেই দেখবেন টাইপ করা কত সহজ ইউনিজয়ে। ফোনেটিক অপশন ব্যবহার করে ইংরেজিতে বাংলা উচ্চারন টাইপ করে বাংলা লেখা সম্ভব। যেমন,”কবিতা” লিখার জন্য আপনি ইংরেজি কিবোর্ডে লিখতে পারেন kobita যা আপনা থেকেই বাংলায় “কবিতা” হয়ে টাইপ হবে। বিস্তারিত জানতে পারবেন ফোনেটিক গাইড পাতায়। এই তিনটি পদ্ধতি ছাড়াও লেখার প্যানেলের নীচে ভার্চুয়াল কিবোর্ডে মাউস ক্লিক করেও বাংলা লেখা সম্ভব।
৪।রেজিস্টার করেছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন?
নিজের লেখা প্রকাশ করতে হলে, লগইন করে ড্যাশবোর্ড এ ক্লিক করুন । এরপর বাম কলাম থেকে “নতুন পোষ্ট লিখুন” ক্লিক করে লেখা শুরু করে দিন!
৫। পোষ্ট এ বিভাগ নির্বাচন করতে ভুলবেন না ।
৬।আপনার পোষ্ট সংশ্লিষ্ট ছবি, এমপি-৩ ফাইলও যোগ করতে পারেন ।
add media

৭।কি ভাবে আপনার পোষ্টে ইউটিউব ভিডিও যোগ করবেনঃ
প্রথমে আপনার পোষ্ট সংশ্লিষ্ট ভিডিওটি বেছে নিন ।
তারপর নীচের ছবি দেখুন (বড় আকারে দেখতে চাইলে ছবিতে ক্লিক করুন)

 

 

 

 

এর পর নীচের স্ক্রীনটি দেখতে পাবেন।

EMBED ক্লিক করলে নীচের ছবির অনুরুপ কোড দেখতে পাবেন । কোডটি কপি করুন ।

 

 

 

 

 

কোডটি নতুন পোষ্ট লিখুনে যুক্ত করুন ,নীচের ছবি দেখুন

 

 

 

 

 

এভাবে ইউটিউব ছাড়া অন্য সার্ভারের ভিডিও বা অডিও যোগ করা যাবে ।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিতা- র আরো পোষ্ট দেখুন