ওয়ার্ডপ্রেস থিম

বছর সাতেক আগে হেমন্তের এক পড়ন্ত বিকেলে একজন বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে একটি ডোমেইন নেম কিনে নিলাম । প্রথমে দুজনে আলাপ করছিলাম কি নামে কিনব ? সে বলল গল্পকথা (যেহেতু আমরা দুজনে গল্পে গল্পে সাইট করার কথা ঠিক করে ফেলেছিলাম) দেখলাম গল্পকথা নামটি খালি নেই কেঊ একজন আগেই নিয়ে নিয়েছেন। পরে ঠিক হলো অল্পকথা-ই হবে নাম । সেই থেকে অল্পকথা ডট কম এর শুরু।এর আগে সাইট ডিজাইনের কাজ কখনো করিনি, কম্পিউটারের অন্য বিষয় গুলো নিয়ে ব্যস্ত ছিলাম । স্ক্রীপ্ট তৈরী করতে অনেক সময়ের ব্যাপার । তাই ফ্রী সিএমএস দিয়ে যাত্রা শুরু । প্রথমে জুমলা নিয়ে চলতে শুরু করে ছিলাম পরে জুমলা আর ভাল লাগল না । চলে আসলাম ওয়ার্ডপ্রেস -এ । সেই থেকে ওয়ার্ডপ্রেস নিয়ে আছি । বাংলা ওয়েব সাইটের সমস্যা ছিল ইউনিকোড সমর্থিত বাংলা ফন্ট না থাকার কারনে অনেকের পিসিতে বাংলা দেখা যেত না , সেই সময় পত্রিকার বাংলা ফন্ট যুক্ত করা হয়েছে । বেশীরভাগ বাংলা সাইট গুলো সোলায়মানলিপি নামের বাংলা ফন্ট ব্যাবহার করে । অনেক পিসিতে এই বহুল ব্যবহৃত সোলায়মান লিপি ফন্ট টি না থাকলেও কোন অসুবিধা হয় না । সেই জন্য সাইট ডিজাইনারগন SOLAIMA0.eot নামের একটি ফাইল তৈরী করে সাইটের সাথে জুড়ে দেন । এই ফাইলটির কাজ হচ্ছে আপনার পিসিতে যে সোলায়মানলিপি ফন্টটি নেই তা স্বয়ংক্রিয়ভাবে দেখার ব্যবস্থা করে দেয়। যারা SOLAIMA0.eot বানাতে চান গুগুলে eot তৈরীর কৌশল খুজে নিন । ওয়েব সাইটের প্রধান আকর্ষন হচ্ছে এর থিম (টেম্পলেট) । একটা সাইটের ভাবমুর্তির অনেক কিছুই নির্ভর করে এই থিমের উপর , বাংলাতে একটা কথা আছে আগে দর্শনধারী পরে গুন বিচারী। তাই একটি সাইটের থিম বেছে নেওয়া বা তৈরী করার জন্য এ বিষয়গুলো মাথায় রাখতে হয় । আর একটি ব্যাপার অনেক গুলো সাইটে দেখা যায় মুল পেজ এ রাজ্যের বিষয় এনে ভিড় করে দেওয়া হয়েছে অনেকটা বাজে মালের দোকানের মত । এর ফলে বাকী পেজ গুলো দেখার ঊৎসাহ হারিয়ে ফেলেন ভিজিটর ।আমার একটা বাজে অভ্যাস আছে যে কোন সাইট দেখলেই এই সাইটটির সোর্স ফাইল দেখতে ইচ্ছা করে । যারা দেখেননি তাদের জন্য বলে দেই যে কোন সাইটের পেজের উপর মাউসের বামক্লিক করুন দেখবেন view source পাবেন । সেখানে ওই সাইটের সব মুল মন্ত্র লেখা আছে । মাঝে মাঝে কোন কোন সাইটে মাউসের বাম ক্লিক বন্ধ করে দেয় যাতে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে সাইটের সম্পদ অবশ্য এতে শেষ রক্ষা হয় না । এর জন্য অন্য অনেক উপায়ে source দেখা যায় । আমার মতে source দেখার ব্যবস্থা বন্ধ করা ঠিক নয় কারন আমার মত টেকুরা অনেক কিছু শিখতে পারবে এই সোর্স থেকে তাই সেই সুযোগ থেকে বঞ্ছিত করা ঠিক নয় । থিমের পর আপনার যা দরকার তা হলো প্লাগইন । অনেক ফ্রী প্লাগইন পেতে পারেন ওয়ার্ডপ্রেস থেকে। আপনার প্রয়োজনীয় প্লাগইন টি বেছে নিন । তারপর অনেক দিন গেল সেতুবন্ধন ডট কম ও কিনে নিলাম শুধু মাত্র নামের কারনে । সময় নেই । এরি মধ্যে তৈরী করলাম ওয়ার্ডপ্রেস থিম Setubondhon(অল্পকথা ডট কম) এবং Choity (সেতুবন্ধন ডট কম) এ ব্যবহৃত হচ্ছে । Choity থিমের বিশেষত্ব হচ্ছে এটি তে আপনি গুগুল এড এর কোড যুক্ত করার অপশন আছে । আছে ফেসবুকে শেয়ার, ফন্ট সাইজ পরিবর্তন অপশন । Choity থিমটি বিনামুল্যে বিতরন যোগ্য ।আগ্রহীরা যোগাযোগ করুন [email protected]

ডাউনলোড  করুন

 

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিতা- র আরো পোষ্ট দেখুন