এলেবেলে -২০

ফেসবুকে বিতর্কিত ছবি ব্যবহার করে রামুতে হামলা হলো, ব্রাহ্মণবাড়িয়াতে হলো, এরপরো হবে না তার নিশ্চয়তা নেই। রামুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের রিপোর্ট কপি করে বিলি করার কথাও বিবিসি মারফত জেনেছি।

রামুর ঘটনার বিচার কি হচ্ছে তা তো জানাই।
বলি কি বাংলাদেশে ফেসবুক না থাকলে ক্ষতি কি ? যে প্রযুক্তি কে দেখভাল করার ক্ষমতা নেই, তা দিয়ে এভাবে বারবার ক্ষতিই ডেকে আনবে। কেউ ইউটিউব দেখেছেন !! ইউটিউবে বাংলাদেশের নোংরা ছবি আর ভিডিওতে ভরে গেছে। একজনের ছবিতে অন্য জনের ফোনালাপ।

এসব দেখার কেউ নেই ।
আমাদের নীতি নির্ধারকেরা বলে থাকেন তাঁদের মডেল নাকি চীন, যদি তাই হয়ে থাকে চীনের মতো ইউটিউব, গুগল,ফেসবুক বন্ধ রাখলেই হয় (যদি ক্ষমতা থাকে)।

সবচেয়ে ভালো হয় দেশীটিউব, দেশীবুক, দেশীগুল বানালে।
আমাদের দেশের প্রখ্যাত কেউ একজন দায়িত্ব নিলেই হয়।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিতা- র আরো পোষ্ট দেখুন

২ টি মন্তব্য

  1. ‘সবচেয়ে ভালো হয় দেশীটিউব, দেশীবুক, দেশীগুল বানালে।
    আমাদের দেশের প্রখ্যাত কেউ একজন দায়িত্ব নিলেই হয়।’

    ___ পরামর্শ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভেবে দেখতে পারে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

Comments are closed.