একটু আগে ৫০ কিমি স্পীডে গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলাম … কিছুক্ষণ পর দেখি পিছনে একটি পুলিশের পেট্রোল কার যা খুবই স্বাভাবিক। পাশের সহযাত্রীর সাথে মজাও করলাম “পিছনে দেখি মামার গাড়ি” … কিছু দূর যাওয়ার পর শুনতে পেলাম আমার গাড়ির নাম্বার বলে পেছন থেকে আমাকে থামতে বলা হচ্ছে।
অবাক হলাম … স্পীড লিমিট মেনে চলছি ,সিট বেল্ট বাঁধা আছে।
( পাশের সহযাত্রীরও সিট বেল্ট বাঁধা আছে )
থামলাম।
একজন পুলিশ ড্রাইভিং সিটের পাশে এসে বললেন “নাম্বার প্লেটের উপরের লাইটটা জ্বলছে না একটু নিশ্চিত হবেন কি ?*
নেমে দেখলাম …
হয়তো খেয়াল করেন নাই অথবা অল্প আগেই লাইটটি নষ্ট হয়ে গেছে।
আমাকে একটা স্লিপ ধরিয়ে দিলেন যাতে লেখা আছে জাপানের ট্রাফিক আইনের … ধারা অনুসারে নাম্বার প্লেটের উপরের লাইট বিহীন গাড়ি চালানো অপরাধ। তবে প্রাথমিক নির্দেশনা অনুসারে এর পর গাড়ি ব্যবহারের আগেই লাইটটি চালু করতে হবে এবং তারপর স্থানীয় পুলিশ ষ্টেশানে রিপোর্ট করতে হবে।
কেবল আইন থাকলে হবে না; প্রয়োগও প্রয়োজন।
আইন যত কঠিন হবে পাবলিক ততো টাইট থাকবে।
আইন ব্যবহার করে টুপাইস কামানো ।। খারাপ কি ? যদি দেশ হয় বাংলা …।
আজ্ঞে জনাব। :)
হা হা হা কি হাস্যকর পুলিশ ওরা, কোন টাকা না নিয়েই ছেড়ে দিল। জাপানিজরা বোকা জানতাম, মাগার ওদের পুলিশ যে এতটা বোকা তা জানতাম না!!
বোকা মানে আসলে বোদাই …।।