একজন প্রশ্ন করল এসব করার সময় কই পাও তুমি ?
আমি বললাম “আমি তোমাদের মতো আকাশ ছুঁতে চাই না।
তোমার মনে আছে কিনা জানি না ২৪ বছর আগেও আমি তোমাকে তাই বলে ছিলাম। দুবেলা দুমুটো খেয়ে জ্যোৎস্না রাতে রবীন্দ্র সঙ্গীত হলেই আমার চলে যাবে।
আমি এখনো তাই ভাবি।
আমার অন্য কোন চাওয়া নেই” সে বলল “তুমি দেখছি আগামী জন্মে নির্বান প্রাপ্ত হবে।” নির্বান স্বর্গ এসবে আমার কোন আগ্রহ নেই !
অভিমানী সংলাপ। স্যার তারপর কি হয়েছিলো …
তারপর আরো কতো কি …?
তাহলে তো আরও কিছু ধারাবাহিক আশা করা যেতেই পারে।
বেশি চাইলে কম পাওয়া যায় কিন্তু কম চাইলে না পাওয়ার সম্ভাবনা নিশ্চিত!
থিওরি টা মনে রাখবো !
শুধু রবীন্দ্রসঙ্গীত? বাকি সংগীতরা তো তাহলে রাগ করবে!
করতে থাকুক জোছনা রাতে আমি শুধু রবীন্দ্র সংগীত ই শুনবো…।
দুবেলা দুমুটো খেয়ে জ্যোৎস্না রাতে রবীন্দ্র সঙ্গীত হলেই আমার চলে যাবে।
রবীন্দ্র সঙ্গীত এর সাথে কি এরকম দুলে দুলে নাচও হবে নাকি মালেক ভাই?