এলেবেলে-১২

একজন প্রশ্ন করল এসব করার সময় কই পাও তুমি ?
আমি বললাম “আমি তোমাদের মতো আকাশ ছুঁতে চাই না।

তোমার মনে আছে কিনা জানি না ২৪ বছর আগেও আমি তোমাকে তাই বলে ছিলাম। দুবেলা দুমুটো খেয়ে জ্যোৎস্না রাতে রবীন্দ্র সঙ্গীত হলেই আমার চলে যাবে।

আমি এখনো তাই ভাবি।
আমার অন্য কোন চাওয়া নেই” সে বলল “তুমি দেখছি আগামী জন্মে নির্বান প্রাপ্ত হবে।” নির্বান স্বর্গ এসবে আমার কোন আগ্রহ নেই !

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিতা- র আরো পোষ্ট দেখুন

৯ টি মন্তব্য

Comments are closed.