সেদিন আপনার মুখে প্রশংসা শুনে আমার কি মনে হয়েছে জানেন !! ওটা আসলে আমার মুখোশ। আপনি মুখোশকেই আমি ভেবেছেন, ভাবছেন আপনি যাতে আমার প্রতি বিমুখ হোন তার চেষ্টা করছি।
সত্যি বলছি প্রায় সব মানুষেরই একটা মুখোশ থাকে। কেউ দেখায় বা কেউ দেখায় না। কেউ দেখতে পায় আবার কেউ পায় না। আবার অনেকে নিজেরাই জানেন না তিনি নিজে যে মুখোশ পরে আছেন। মুখোশ পরা মানুষকেই আমাদের ভালো লেগে যায়। অনেক সময় ভালোবেসেও ফেলি।
আর কেউ জানুক আর না জানুক আমি তো নিজে জানি আমি কি ?
“প্রতি মুহুর্তে আমরা ঠকছি, ঠকাচ্ছি। কেউ বা জেনে, কেউ বা না জেনেই।
আমিও মানুষ এবং অতি সাধারণ একজন মানুষ।”
প্রতি মুহুর্তে আমরা ঠকছি, ঠকাচ্ছি। কেউ বা জেনে, কেউ বা না জেনেই।
আমিও মানুষ এবং অতি সাধারণ একজন মানুষ।
_____ সর্বৈব সঠিক বলেছেন স্যার।
আমিও মানুষ এবং অতি সাধারণ একজন মানুষ
“প্রতি মুহুর্তে আমরা ঠকছি, ঠকাচ্ছি। কেউ বা জেনে, কেউ বা না জেনেই।
আমিও মানুষ এবং অতি সাধারণ একজন মানুষ।”
যারা ঠকে তারা ঠাকাইতে পারে না ভাই, তারা শুধু ঠকার জন্যেই এই পৃথিবীতে এসেছে, তারা মুখোশ পরতেও জানে না। বিশ্বাস হবার কথা নয় কিন্তু আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি নিজের জীবন থেকে।
“প্রতি মুহুর্তে আমরা ঠকছি, ঠকাচ্ছি। কেউ বা জেনে, কেউ বা না জেনেই।
আমিও মানুষ এবং অতি সাধারণ একজন মানুষ।”