এলেবেলে-৯

বাংলাদেশী এক ভদ্রমহিলা আমাকে Basil এর বীজ পাঠাতে বললেন আমি জোগাড় ও করলাম। উনি খুশিতে আটখানা হলেন। জানতে চাইলেন দাম কতো …
আমি দাম জানালাম …

খবর নেই …
আজ উনাকে বললাম দেখেন আমি আপনার সাথে ব্যবসা করতে চাইনি, ইচ্ছাও নেই। আমি বিনা খরচেই আপনার কাছে পাঠাতাম। আপনি একটা ম্যাসেজ তো দিতে পারতেন !!

উনি আমাকে হাইকোর্টের গল্প বললেন … আগামী বছর নাকি জাপান আসবেন।
আমি বললাম কি basil এর বীজ কিনতে নাকি ?
আমি উনাকে বললাম একটা কথা গোপনে বলে দেই basil হচ্ছে তুলসী পাতা।
উনি আবার আমাকে বললেন ওটা Holly basil.

কি করে বোঝাই সব ফুল তো আর পূজায় লাগে না।
ওমলেট এর গল্প মনে পড়ে যায়।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিতা- র আরো পোষ্ট দেখুন

৪ টি মন্তব্য

Comments are closed.