এলেবেলে-১১

সেদিন আপনার মুখে প্রশংসা শুনে আমার কি মনে হয়েছে জানেন। ওটা আসলে আমার মুখোশ । আপনি মুখোশকেই আমি ভেবেছেন , ভাবছেন আপনি যাতে আমার প্রতি বিমুখ হোন তার চেষ্টা করছি ।
সত্যি বলছি প্রায় সব মানুষেরই একটা মুখোশ থাকে । কেউ দেখায় বা কেউ দেখায় না । কেউ দেখতে পায় আবার কেউ পায় না ।আবার অনেকে নিজেরাই জানেন না তিনি নিজে যে মুখোশ পরে আছেন ।
মুখোশ পরা মানুষকেই আমাদের ভালো লেগে যায় ।অনেক সময় ভালোবেসেও ফেলি ।
আর কেউ জানুক আর না জানুক আমি তো নিজে জানি আমি কি ?
“প্রতি মুহুর্তে আমরা ঠকছি ,ঠকাচ্ছি । কেউ বা জেনে ,কেউ বা না জেনেই ।
আমি ও মানুষ এবং অতি সাধারন একজন মানুষ । “

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিতা- র আরো পোষ্ট দেখুন