মিতা
তোমার চিঠি পেলাম । অনেক দিন পর তোমার হাতের লিখা, অদ্ভুত এক ভাল লাগায় আমার সমস্ত হৃদয় নেচে উঠল । তুমি এখনো সেই আগের মতোই রয়ে গেলে একটুও বদলালে না।
সেই ফেলে আসা দিনগুলো ফ্লাশব্যাক করে সামনে এসে দাড়াল । জনারন্যে দুজন মুখোমুখি কিন্তু কোন কথা নেই । জীবনানন্দের বনলতা সেন এর মতো …”থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার ..।”
ইন্টারেনেট এর এই যুগে তোমার মত চিঠি লেখার মানুষের সংখ্যা কমে যাচ্ছে । চিঠি তো অনেকেই লিখে ,কেমন আছ, ভাল আ্ছ, এখানে বৃষ্টি পড়ছে …। এরকম চিঠি তো অনেকেই লিখে থাকে । তোমার চিঠি অন্য রকম, তোমার মতই ।
প্রবাসের কথা লিখো । আমার ভারত ছাড়া অন্য কোন দেশে যাওয়া হয়ে উঠেনি । ইচ্ছে আছে । স্বামী সন্তান সংসার চাকুরী এসব করে সময় পাওয়া যায় না , সেই সময়ের অপেক্ষায় আছি যেদিন নিজের ইচ্ছে মত ঘুরে বেড়াব । জানি না সে সময় কখনো আসবে কিনা।
ভাল থেকো,
তোমার হারিয়ে যাওয়া আমি,
বন্যা।
ঢাকা,বাংলাদেশ।