সেই মাধবীর কণ্ঠস্বর

‘প্রিয়তম পাতাগুলি ঝরে যাবে, মনেও রাখবে না…..

আমি কে ছিলাম, কী ছিলাম –কেন আমি

সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী

হয়েছি হিরণ দাহ, হয়েছি বিজন ব্যথা, হয়েছি আগুন !

আমি এ আঁধার স্পর্শ করে কেন তাকে বলেছি হৃদয়,

তৃষ্ণায় তাড়িত তবু কেন তাকে বলেছি ভিক্ষুক

আমি এ জলের পাত্রে জল চাই না, বিষ চাই বিষও তো পানীয় !

প্রিয়তম পাতাগুলি ঝরে যাবে মনেও রাখবে না

আমি কে ছিলাম, কী ছিলাম, কেন আমি

এ বুক স্পর্শ করে বলেছি একদিন গ্রীস, কলহাস্য, অদিতি উৎসব !

আমি তাম্রলিপি আমি হরপ্পার যুগল মূর্তির কার কে ?

কী আমার অনুভূতি ? কোনোদিন কোনোই নারীকে

কেন আমি বলিনি মাতৃত্ব ? কেন বলেছি নির্জন ?

প্রিয়তম পাতাগুলি ঝরে যাবে মনেও রাখবে না

আমি কে ছিলাম, কী ছিলাম, সঙ্ঘমিত্রা নাকি সে সুদূর…
সভ্যতাসন্ধির রাণী, অন্য কোনো অশোকের বোন,

হয়েছি এখন আমি কেন বা এমন প্রবাহিত?’

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
আবুল হাসান- র আরো পোষ্ট দেখুন