মনে পড়ে? সেইসব চেতাবনি?
উন্মুখর দিন?
যা-কিছু ঘটেছে তার কিছুই নতুন নয়, সবেরই সংকেত ছিল চেনা
তুমি শুধু দেখেও দেখোনি কিংবা জেনেও জানোনি রেখাগুলি।
কতবার কানে কানে জপেছি বলো তো শোনো একবার দেখো চক্রবাল
একবার মুখোমুখি হও জলাধারে
দর্পের মহিমা নিয়ে তুমি সরে গেছ শুধু দূরে
শুনেও শোনোনি কোনো কথা।
আমাকে যে তুচ্ছ করো এ নিয়ে বিলাপ নয় আজ
তুমি যদি ঠিক থাকো সে আমার ঢের।
কিন্তু বলো, তা কি আছো? ভালো আছো তুমি?
নিজেরই ভিতরে আজ নিজেকে কি বইতে পারো আর?
জানোনি কখন হলো তোমার শরীরজোড়া কেবলই তুখোড় অস্ত্রাগার !