মুর্গির দোকানের লাইন মৃত্যুর থেকেও লম্বা।
স্যাঁতস্যাঁতে দিন
রক্তাক্ত বাতাস
স্বপ্ন উদাসীন।
প্রতিবাদী মন অর্বাচীনের আবিষ্কার।
Critical mind এবে obsolete
আপোষবিহীন জীবন আজ onsite call-এ ব্যাস্ত।
হিসাবের খাতা মিলিয়ে মিলিয়ে পা ফেলি
সাজানো বাগানের মত একটা দিন
স্বপ্ন উদাসীন
রবিবার।
পঁচে যাওয়া সমাজের গালে দারুণ এক চপেটাঘাত । ছকে বাধা জীবনটার গায়ে আকিবুকি দিয়ে দেখা যায় ফলাফল শূণ্যতা । তারপর তবুও চলতে থাকে এমন করেই এক একটা সময় । যাকে ব্যস্ততার যাঁতাকলে মুড়ে দেয়া হয় , আসলে যে স্থবিরতা আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে , সে বোঝা যায় আরেকটু পথ এগুলেই ।
অন্যরকম একটি কবিতা । বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে অনীক ।
dhonyobad ….. khub bhalo laglo