মেঘ ছাপানো শ্যামল জলের কাজল বিন্দু বলে
তোর পায়ের দোলায় ছলাত ছলাত
মৃদঙ্গে তাল তোলে।
ছেঁড়া বাদল তুলো ওড়ে নীল ক্যানভাস জুড়ে
তোর এলোচুলের গহন গোঁড়ায়
কালবোশেখি দোলে।
প্রান্তে মেলা নকশিকাঁথায় ভাদু রানীর গল্প গাঁথায়
তোর গভীর দুচোখ পটে আঁকা
স্বপ্নকলি ছড়ায়।
রেশম গোলাপ ঠোঁটে মধু ফাউন্টেন ছোটে
তোর পালিশ করা হীরক হাসি
খাঁচার পাখি ওড়ায়।
রামধনু তরী বায় মোর হৃদয় আঙিনায়
তোর আঁচল মেঘে ভাসতে দেখে
বন আলেয়া জ্বলে।
তোকে ইষ্ট করে দেখা মাঝে মস্ত লখনরেখা
দিনটা যতই হোক না বিধুর
মন ধিতাং ধিতাং বলে।