আমার কিছু শব্দ চাই
কেউ কন্ঠ ধার দেবে?
রাত থেকে দিন
দিন থেকে রাত
নিপাত করছি ভেবে।
জ্যোৎস্না ভেজা কার্নিশে ঝোলে
নাম না জানা শ্যাওলা।
প্রেম মানে তো
কফির চুমুক
ধার করে খায় ন্যাপলা।
পাড়ার মোড়ে, আস্তাকুঁড়ে
খাবার খোঁজার যুদ্ধ।
আরচি’স এ তখন
চুকুম চাকুম
শোকেসে লাফিং বুদ্ধ।
ধুলো উড়ে যায়, বি এম ডাবলু
অর্থনীতির বাসা।
ঋনের টাকা
শুধতে ফকির
কোওপারেটিভে চাষা।
সিনেমা কবিতা গানের আসর
সেলিব্রিটি দর্শক।
রাতের শহর
একলা জাগে
শিকার খোঁজে ধর্ষক।
লাল চাইনা, নীল চাইনা
সবুজেও আর কাজ নেই।
শব্দ পেলে
শব্দ দিও
কন্ঠ জেনো বাজবেই।