ভালোবাসা হল এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস
আমি ফিনিশ।
রাত জেগে পথ মাঝ রাস্তায় হাঁটে
কানাকড়ি নেই গ্যাঁটে।
প্রেমহীন যত গোলাপ পাতা
ভরিয়ে রাখি মনের খাতা,
আমি চরিত্রহীন সাচ্চা আর তুই সম্মান কিনিস
আমি ফিনিশ।
ময়দানে যত গাছের বাকলে তুমি প্লাস আমি
অন্তর্জলী গামী।
তোর ভীষণ ব্যাস্ত শিডিউল
আমার রাত্রে ইসবগুল
তুই কার সাথে যেন কোথায় গিয়ে, চকলেট কফি গিলিস
আমি ফিনিশ।