মত্ত হাওয়া ছোটে
বেড়ালটা নখ খোটে
মাতালরা সব জোটে
আমি দস্যু তরী বাই।
কুমন্ত্র যদি রটে
জীবন নকশা পটে
রক্ত তোমার ফোটে
আমার চিন্তা নাই।।
আমি বাউলপারা থাকি
মান দিয়ে জল আঁকি
দম্ভ কোটর বন্দী রাখি
আমার দর্প ছলাত ছল।
পথটা বড়ই কঠিন
বিপথ বরং রঙিন
ওরে আমার ঢঙই
চল শালুক তুলতে চল।।
দুঃখ করিস বৃথাই
আসব ফিরে হেথায়
জীবনানন্দ যেথায়
চল নাটোর ঘুরে আসি।
বাক্স বোকা সরাই
গর্ত ছেড়ে বারাই
হাঁড়িয়ার দম চরাই
আজ নাচবে মাদল বাঁশি।।
রাত্রি হল বলে
ফেসবুক টা দোলে
টাঙ্গিয়ে দিলাম পোলে
আমার যায় আসেনা কিছুই।
বিড়িটাও যায় নিবে
এই যে শুনছো বেবে
এত্তু ঠোঁটের হল্কা দেবে?
আমায় ভাবতে পারো শিশুই।।