আমার লোকেরা গান গায়

আমার লোকেরা গান গায়
আর সবজি চাষ করে-
আমার লোকেরা গান গায়
আর শীতের সবজি তোলে,
শীতের সবজি তারা ঘরে তুলতে পারে না
ট্রাকে তোলে;
ট্রাকে তুলে তারা খুব বেশি
পয়সা পায় না, বড়জোর উৎপাদন-ব্যয় উঠে আসে,
যদি আসে, আসবেই উঠে ব্যয়টা এমন কোনো
গ্যারান্টি মধ্যস্বত্বভোগীরা দেয় না, তাদের
কী দায় কৃষকের মুখে তাকানোর?
তবু আমার লোকেরা গান গায়,
শীতের সবজির গান,
তারা মাথায় গামছা বেঁধে
তাজা শাকসবজির গান গায় তোবড়ানো গালে,
আমার লোকেরা গামছা পরে বিবি রাসেলের
আর মিয়া ইউনূসের সুনাম বাড়ায় বিশ্বব্যাপী!
তারা কাউকে কখনো অভিসম্পাত
করে না, শুধু ম্লান হাসে!
এবার হেমন্তে শীতসবজির ফলন ভালো
হয়েছে আমার লোকদের,
পয়সা ভালো পাক বা না পাক- সেটা যে তাদের
খুব বড় বিবেচ্য বিষয়, তাও নয়-
ফলন ভালো হলে শীতসবজি
দেখতেও তো চমৎকার লাগে,
এইসব তাজা সবজি আমার লোকেরা
ভালোবাসে- ভালোবেসে ভালো
খাওয়াদাওয়া নয়,
দেখতে সুন্দর হলেই
আমার লোকেদের নয়ন জুড়োয়!
আমার লোকেরা গান গায়
আনন্দ-আহ্লাদে,
উৎপাদন ভালো হলে
তাদের আহ্লাদ আর
ধরে না, মনে মনে গড়াগড়ি খায়
ডিগবাজি খায় মাঠে, সবজিক্ষেতে!

আমার লোকেরা বড়ই ক্ষমাশীল,
গান গায় আর যাকে তাকে ক্ষমা করে, ক্ষমা-
কেবল নিজেদেরই ক্ষমার অযোগ্য মনে করে!

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
রফিক আজাদ- র আরো পোষ্ট দেখুন