বাউন্ডুলে

সময়ের সাথে পাতিয়েছি ঘুম
রাত্রি যখন ক্লান্ত নিঝুম
শামুখ সময় গা এলিয়ে
সে ঘুমায়
আমি তাড়াই।

কাজের সাথে পাতিয়েছি অলস
দাঁড় কাকেতেও ভরায় কলস
মত্ত আমি মহুয়া চড়াই
সে ছোটে
আমি দাঁড়াই।

কাশবনে আজ পাল তুলেছি
শিশির ফোঁটায় চান করেছি
শরত এসে শিউলি বিছায়
সে ঝরে
আমি নাড়াই।

উড়িয়েছি রাত ব্রহ্মাণীতে
মন ডুবেছে জল বালিতে
চাঁদ পাখিটা নীল হয়েছে
সে থামে
আমি গড়াই।

বনের সাথে বেঁধেছি ঘর
ঘর হয়েছে ভীষণ পর
খুঁটির ওপর পরছে হ্যামার
সে বাঁধে
আমি ছাড়াই।

সেই কথাটা হয়নি বলা
তোর আমার মাঝে বদ্ধ জলা
শিয়ালকাঁটা আর বিচুটি পাতা
তুই ফিরিস
আমি পোড়াই।