আরেকটু বিলম্ব হবে, আরেকটু দাঁড়াবো,
আর একবার দেখে নেবো ঐ হলুদ পাখিটি
দেখে নেবো দূর্বাঘাস পিঁপড়ে ফড়িং।
আর একবার দেখে নেবো উঠানের শাদা হাঁসগুলি
পাতায় বৃষ্টির ফোঁটা, ভোরের শিশির,
ভরা নদী, ভরা মেঘ, ভর পূর্ণিমা;
দেখে নেবো এতোদিন দ্যাখা এই দীঘি, পুকুরের জল
আর একবার দেখে নেবো খোলা মাঠ, ফাঁকা ঘরবাড়ি।
আরেকটু বিলম্ব হবে, আরেকটু সময় নেবো, আরেকটু দাঁড়াবো
এইখানে খেয়াঘাটে, ইস্টিশনে, ভাঙা ব্রিজের ধারে
আর একবার দেখে নেবো সন্ধ্যাতারা, সদ্যফোটা ফুল;
বেশি নয়, সামান্য বিলম্ব হবে, সামান্যই হয়তো দাঁড়াবো
দেখে নেবো মাছরাঙা, বর্ষার বিল
দেখে নেবো লোকালয়, পাখিদের গ্রাম
আর একবার দেখে নেবো নদীমাঠ, পাহাড়-প্রান্তর
আরেকটু বিলম্ব হবে, দেখে নেবো যতোখানি পারি সমস্ত আকাশ।