জেসমিন ২০১৩

কয়েক কোটি টাকা খরচ করে অ্যাকোয়েরিয়াম কিনেছি
সেখানে কোন রকম
জলজ উদ্ভিদ, জলজ প্রাণী সংরক্ষণ না করে
সেই কৃত্রিম পুষ্করিণীতে
সাঁতার শেখাবো তাকে।

বুড়িগঙ্গায় ভীষণ ভয়, এমনকি শীতলক্ষ্যাতেও_

পাড়ার সকলেই অপ্রস্তুত করে দিয়েছেন আমাকে
আমি যে অপ্রস্তুত হবার যুবক নই
সে কথা জেসমিন জেনেছে
ইভ আর অ্যাডামের কাল থেকে।

অ্যাকোয়েরিয়াম শিখবো সাঁতরে আমরা দু’জন।

যদিও সাঁতারের জানি না কিছুই, কিভাবে
ডুবতে হয়, ডোবাতে হয়,_ নিজেকে, তাহাকে,
অ্যাকোয়েরিয়ামের প্রাণহীন স্রোতে।

শুনেছি সূত্রাপুরের সাঁতারু ব্রজেন দাশ ইতিমধ্যে
স্বদেশে, বিদেশে, সন্তরণের প্রশিক্ষক হয়েছেন তিনি
যাবো তার কাছে।

জেসমিন শিখবে সাঁতার,
অ্যাকোয়েরিয়ামের লালনীল বাতিজ্বলা উষ্ণ জলাশয়ে

আমি যেন তাকে নিয়মিত সাঁতার শেখাই।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মাকিদ হায়দার- র আরো পোষ্ট দেখুন