পাখিদের জয়গান

তারপরও তোমরা যারা বলো কি সুন্দর শান্ত নিরিবিলিতে
আমার বসবাস; ডাকি আমি তোমরা কি শুনতে পাও না
আশপাশের পাখিরা পর্যন্ত কি সুন্দর উদযাপন
করে চলেছে সারাক্ষণ কলরবমুখর কিচিরমিচির রব তুলে
বিভোর সঙ্গীত নৃত্যপর ছন্দে এ-ডাল ও-ডাল
তারপরও কি তোমরা বলবে আমার বসবাস শান্তিনিকেতনে
তবে এতই নিথর আর শান্ত যে তোমরা যারা ভালোবাসো সঙ্গীত
একমাত্র তারাই হতে পারো আমার যথার্থ অতিথি!
এই গৃহকোণ কি এতই শান্তনিথর, তোমরা যেরকম বলো
যেমন প্রত্যহ আমি স্বপ্ন দেখি সরব পাখিদের জয়গান,
উঁচু পর্দার গান আর গান।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
বেলাল চৌধুরী- র আরো পোষ্ট দেখুন